শ্রীনগর, ১০ জানুয়ারি (হি.স.): শীতে কাবু কাশ্মীর। শুক্রবারও জবুথবু অবস্থা কাশ্মীরে। সেখানকার গুলমার্গ থেকে শ্রীনগর, পহেলগাম সর্বত্রই জমজমাট ঠান্ডা।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উপত্যকার প্রায় সর্বত্রই কনকনে ঠাণ্ডা অনুভূত এদিনও। আপাতত শীত থেকে রেহাই নেই। কাশ্মীর উপত্যকার প্রায় সর্বত্রই শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। শনি ও রবিবারের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সোম, মঙ্গল ও বুধবার সেখানকার আবহাওয়া থাকবে শুষ্ক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ