দিল্লিকে অপরাধের রাজধানীতে পরিণত করেছে বিজেপি : অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ ততই বাড়ছে। এবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার কেজরিওয়াল ব
কেজরিওয়াল


নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ ততই বাড়ছে। এবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার কেজরিওয়াল বলেছেন, দিল্লিকে অপরাধের রাজধানীতে পরিণত করেছে বিজেপি।

কেজরিওয়াল এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, দিল্লিতে ডাকাতি, চেন ছিনতাই, গ্যাং ওয়ার ঘটছে; নারীদের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিজেপি দিল্লির মানুষকে ঘৃণা করে। তাদের বিদ্বেষের কারণেই তারা গত ২৫ বছরে দিল্লির ক্ষমতায় ফিরতে পারেনি। বিজেপি এখন ধর্না পার্টিতে পরিণত হয়েছে। গতকাল, আমি নির্বাচন কমিশনে অভিযোগ করতে গিয়েছিলাম, বিজেপি রোহিঙ্গাদের নামে পূর্বাঞ্চলের মানুষের ভোট কাটছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande