রাঁচি, ১০ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে আল কায়দার সন্দেহভাজন জঙ্গি শাহবাজ আনসারিকে। শুক্রবার চানহোর চিতরি গ্রাম থেকে শাহবাজ আনসারিকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ঝাড়খণ্ড–এর এটিএস বাহিনী শাহবাজ আনসারিকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, এর আগে তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকেই সে পলাতক ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ