প্রয়াত প্রবীণ গায়ক পি জয়চন্দ্রন, শোকের ছায়া সঙ্গীতমহলে
নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): প্রয়াত প্রবীণ গায়ক পি জয়চন্দ্রন। বৃহস্পতিবার রাতে একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ছয় দশকেরও বেশি সময় বর্ণাঢ্য সঙ্গীতজীবনে মালয়ালম, তামিল, তেলেগু, হিন্দি এবং কন্নড়-সহ
প্রয়াত প্রবীণ গায়ক পি জয়চন্দ্রন, শোকের ছায়া সঙ্গীতমহলে


নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): প্রয়াত প্রবীণ গায়ক পি জয়চন্দ্রন। বৃহস্পতিবার রাতে একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ছয় দশকেরও বেশি সময় বর্ণাঢ্য সঙ্গীতজীবনে মালয়ালম, তামিল, তেলেগু, হিন্দি এবং কন্নড়-সহ বিভিন্ন ভাষায় ১৬ হাজারেরও বেশি গান গেয়েছেন জয়চন্দ্রন। সারা দেশের শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande