মহেশতলা, ১৪ জানুয়ারি (হি. স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে ব্যাডমিন্টন, ক্যারম সহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার
দৌড়, পাসিং দ্যা বল, হিটিং দ্য উইকেট সহ ১০টিরও বেশি ইভেন্ট সম্পন্ন হয়। এদিন অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। অধ্যক্ষা রুম্পা দাস বলেন, যোগাসন ও অন্যান্য ক্রীড়ার মাধ্যমে পড়ুয়াদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত