দুবাই, ১৪ জানুয়ারি (হি.স.):
ডিসেম্বর মাসের সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারের নাম মঙ্গলবার প্রকাশ করল আইসিসি। বুমরাহ ও সাদারল্যান্ড দুইজনই দ্বিতীয়বার পেলেন আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ সম্মাননা।
সেরার পুরস্কার জেতার লড়াইয়ে বুমরাহ পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে আর দক্ষিণ আফ্রিকার পেসার ড্যান প্যাটারসনকে। আর অস্ট্রেলিয়ার সাদারল্যান্ড পেছনে ফেলেছেন ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো এমলাবাকে।
ডিসেম্বরে তিনটি টেস্ট খেলে মাস সেরার পুরস্কার জিতলেন বুমরাহ। তিন টেস্টে ১৪.২২ গড়ে তিনি উইকেট নেন মোট ২২টি।
আর ডিসেম্বরে ব্যাট-বলে আলো ছড়ান সাদারল্যান্ড। ৬ ওয়ানডেতে ব্যাট হাতে ২৬৯ রান করেন ৬৭.২৫ গড় ও ১১৩.৯৮ স্ট্রাইক রেটে। টানা দুটি সেঞ্চুরি করেন ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। এছাড়া বল হাতে ওভারপ্রতি ৩.৮৫ রান দিয়ে উইকেট নেন ৯টি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি