এক বছরের চুক্তিতে স্পেন ছেড়ে মেক্সিকোর ক্লাবে রদ্রিগেস 
বার্সেলোনা, ১৪ জানুয়ারি (হি.স.): স্প্যানিশ ক্লাব রায়ো ভাইয়েকানো ছেড়ে হামেস রদ্রিগেস ফ্রি ট্রান্সফারে এক বছরের চুক্তিতে মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব লেওনে যোগ দিয়েছেন। সোমবার দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে ভাইয়েকানো ও লেওন। তবে চুক্তির আর্থিক কোনও বিষ
এক বছরের চুক্তিতে স্পেন ছেড়ে মেক্সিকোর ক্লাবে রদ্রিগেস


বার্সেলোনা, ১৪ জানুয়ারি (হি.স.): স্প্যানিশ ক্লাব রায়ো ভাইয়েকানো ছেড়ে হামেস রদ্রিগেস ফ্রি ট্রান্সফারে এক বছরের চুক্তিতে মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব লেওনে যোগ দিয়েছেন। সোমবার দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে ভাইয়েকানো ও লেওন। তবে চুক্তির আর্থিক কোনও বিষয় জানায়নি কোনও ক্লাবই। তবে সুযোগ রাখা হয়েছে আরেক মরসুম মেয়াদ বাড়ানোর।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande