মেলবোর্ন, ১৪ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার মেলবোর্নের জংশন ওভালে মহিলাদের অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১ রানে জিতেছে অস্ট্রেলিয়া।
১৮১ রানের মাঝারি টার্গেট তাড়া করতে গিয়ে, অ্যামি জোন্সের বীরত্বপূর্ণ, অপরাজিত ৪৭ রান সত্ত্বেও ইংল্যান্ড ব্যর্থ হয়। দিনের শুরুতে শক্তিশালী বোলিং প্রদর্শনের পর সিরিজ সমতা করার সুবর্ণ সুযোগ নষ্ট করে সফরকারীরা ১৫৯ রানে অলআউট হয়।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে পেরির সর্বোচ্চ স্কোর ৬০ রানের ওপর ভর করে ইনিংসের শুরুতে ২ উইকেটে ১৩১ রান করা সত্ত্বেও পরে নাটকীয়ভাবে মাত্র ৪৯ রানে তাদের শেষ আট উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ডের বোলাররা ছিল ব্যতিক্রমী, সোফি একলেস্টোন ৪/৩৫ নিয়ে নেতৃত্বে ছিলেন—অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা ওডিআই ফিগার—এবং অ্যালিস ক্যাপসি কেরিয়ারের সেরা ৩/২২ রানে অবদান রেখেছিলেন।
এদিকে আলানা কিং এর ৪/২৫ অস্ট্রেলিয়ার সাফল্যে সহায়ক ছিল।
এই কম স্কোরিং জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া সিরিজে তাদের লিড(২-০) বাড়িয়ে নিল।
১৬ জানুয়ারি হোবার্টে শেষ ওয়ানডে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি