নতুন দিল্লি আসন থেকে মনোনয়ন পেশ কেজরিওয়ালের, দুই মন্দিরে দিলেন পুজো
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): নতুন দিল্লি বিধানসভা আসন থেকে মনোনয়নপত্র পেশ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মনোনয়ন জমা দেওয়ার সময় কেজরিওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালও। মনোনয়ন
নতুন দিল্লি আসন থেকে মনোনয়ন পেশ কেজরিওয়ালের


নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): নতুন দিল্লি বিধানসভা আসন থেকে মনোনয়নপত্র পেশ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মনোনয়ন জমা দেওয়ার সময় কেজরিওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালও। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দু'টি মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন কেজরিওয়াল।

মনোনয়নপত্র পেশ করার পর কেজরিওয়াল বলেছেন, আমি নিজের মনোনয়ন জমা দিয়েছি। আমি দিল্লির জনগণকে বলতে চাই, দয়া করে কাজের জন্য ভোট দিন, একদিকে একটি দল কাজ করে এবং অন্যদিকে একটি দল আছে যারা কুকথা বলে। তাই কাজ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জল, রাস্তা এসবের জন্য ভোট দিন। অনেক কাজ হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে, তাই আশা করি মানুষ ভোট দেবেন। তাঁদের (বিজেপি) মুখ্যমন্ত্রীও নেই, দৃষ্টিভঙ্গিও নেই। সুনিতা কেজরিওয়াল বলেন, বিজেপির কোনও দৃষ্টিভঙ্গি নেই, কোনও নেতাও নেই।

প্রসঙ্গত, মনোনয়নপত্র পেশ করার আগে বুধবার সকালে প্রথমে বাল্মীকি মন্দিরে গিয়ে পুজো দেন কেজরিওয়াল। এরপর তিনি যান কনৌট প্লেসের প্রাচীন হনুমান মন্দিরে। দুই মন্দিরে পুজো দেওয়ার পর নিজের মনোনয়নপত্র পেশ করেছেন কেজরিওয়াল।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande