নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : প্রতিরক্ষা, প্রযুক্তি এবং সাংস্কৃতিক অংশীদারিত্ব নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে আজ বুধবার ফিলিপাইনের পররাষ্ট্র বিষয়ক সচিব এনরিক মানালোর সঙ্গে ভারতের বিদেশ দফতরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা (অসম থেকে রাজ্যসভার সদস্য, সাংসদ)-র এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
১৪ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভারতের মন্ত্রী পবিত্র মার্ঘেরিটার ফিলিপাইন সফর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পালাউ এবং মাইক্রোনেশিয়ায় বৃহত্তর কূটনৈতিক মিশন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এরই অঙ্গ হিসেবে আগামীকাল (১৬ জানুয়ারি) পালাউতে তিনি রাষ্ট্রপতি সুরঞ্জেল হুইপস জুনিয়রের দ্বিতীয় মেয়াদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
প্ৰসঙ্গত, মাইক্রোনেশিয়ায় মন্ত্রীর আসন্ন সফর প্রশান্ত মহাসাগরীয় দেশের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের কাৰ্যক্ৰম। গত বছর পাপুয়া নিউ গিনিতে ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে অনুসরণ করে এই কূটনৈতিক আউটরিচ বলে মনে করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের এই সফর ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের উপস্থিতি মজবুত করার ক্ষেত্ৰে একটি কৌশলগত চাপের প্রতিনিধিত্ব করে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস