নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): আরও শক্তি বাড়ল ভারতের। বুধবার তিনটি রণতরী নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মুম্বইয়ের নৌসেনা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির নামে নৌবাহিনীর এই তিনটি যুদ্ধ জাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই তিনটি যুদ্ধ জাহাজ অত্যাধুনিক বৈশিষ্ট্য যুক্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নৌবাহিনী প্রধান দীনেশ কুমার ত্রিপাঠি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস প্রমুখ।
নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি বলেছেন, আইএনএস সুরাট প্রজেক্ট ১৫ এ এবং ১৫ বি ডেস্ট্রয়ারের গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নীলগিরি হল প্রজেক্ট ১৭এ ফ্রিগেটের প্রথম জাহাজ এবং ভাগশির হল প্রোজেক্ট ৭৫-এর শেষ সাবমেরিন। এই তিনটির অন্তর্ভুক্তি ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী এবং কার্যকর করবে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশিরের ঐতিহাসিক কমিশনিং, কেবল ভারতীয় নৌবাহিনীর জন্যই নয়, ভারত মহাসাগর অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান শক্তিরও প্রমাণ। এখন আমরা বলতে পারি, অতীতে আটলান্টিক মহাসাগরের যে গুরুত্ব ছিল তা এখন ভারত মহাসাগরে স্থানান্তরিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ