মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.): ভারত সর্বদা উন্মুক্ত, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে সমর্থন করেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এখন ভারত বিশ্বব্যাপী, বিশেষ করে গ্লোবাল সাউথে একটি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসাবে স্বীকৃত। ভারত উন্নয়নের চেতনায় কাজ করে, সম্প্রসারণবাদে নয়। বুধবার মুম্বইয়ের নৌসেনা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির নামে নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপর প্রধানমন্ত্রী বলেছেন, এটা অত্যন্ত গর্বের বিষয় যে, তিনটি ফ্রন্টলাইন নৌ যুদ্ধজাহাজই ভারতে তৈরি। বর্তমান ভারত বিশ্বের একটি প্রধান সামুদ্রিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতের সামুদ্রিক ঐতিহ্য, নৌবাহিনীর গৌরবময় ইতিহাস এবং আত্মনির্ভর ভারত অভিযানের জন্য আজ একটি খুব বড় দিন। ছত্রপতি শিবাজি মহারাজ ভারতীয় নৌবাহিনীকে নতুন শক্তি ও নতুন দৃষ্টি দিয়েছিলেন। এই প্রথমবার যখন একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি সাবমেরিন, তিনটিই একসঙ্গে অন্তর্ভুক্ত হল।
হিন্দুস্থান সমাচার / রাকেশ