বুধবার ছত্তিশগড় সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় 
রায়পুর, ১৫ জানুয়ারি (হি.স.): বুধবার ছত্তিশগড় সফরে সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জানা গেছে, তিনি এদিন বিলাসপুরে গুরু ঘাসীদাস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। উপস্থিত থাকবেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা ও মুখ্যমন
jagdeep dhankar


রায়পুর, ১৫ জানুয়ারি (হি.স.): বুধবার ছত্তিশগড় সফরে সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জানা গেছে, তিনি এদিন বিলাসপুরে গুরু ঘাসীদাস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। উপস্থিত থাকবেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা ও মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই।

জানা গেছে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী ডঃ সুদেশ ধনখড় এদিন দিল্লি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে রায়পুরের মানা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে করে বিলাসপুর যাবেন। উপরাষ্ট্রপতি এদিন বিকেলে গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে যোগ দেবেন। সেখান থেকে আবার হেলিকপ্টারে মানা বিমানবন্দরে পৌঁছে, বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা হবেন উপরাষ্ট্রপতি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande