ফের পারদ-পতন মহানগরীতে, তবুও কনকনে ঠান্ডা উধাও
কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): ফের পারদ-পতন মহানগরীতে। আগের দিনের তুলনায় বুধবার এক ডিগ্রি মতো কমলো কলকাতার তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। তাপমাত্রা নামলেও জাঁকিয়ে শীত এদিনও অন
রোদ ঝলমলে আকাশ মহানগরীতে


কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): ফের পারদ-পতন মহানগরীতে। আগের দিনের তুলনায় বুধবার এক ডিগ্রি মতো কমলো কলকাতার তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। তাপমাত্রা নামলেও জাঁকিয়ে শীত এদিনও অনুভূত হয়নি। কলকাতা মোটামুটি ঠান্ডা ছিল। তবে, কলকাতার তুলনায় ঠান্ডা একটু বেশিই অনুভূত হয়েছে গ্রামাঞ্চলে।

মকর সংক্রান্তিতেও কনকনে শীতের আমেজ অনুভূত হয়নি, মাঘ মাসের শুরুতেও নেই জমজমাট ঠান্ডা। আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ারও সম্ভাবনা নেই। তবে তারপর ফের কিছুটা পারদ-পতন হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে উত্তুরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হয়েছে। সেই কারণেই বাধা পড়ছে শীতে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande