শৈত্যপ্রবাহে জবুথবু শ্রীনগর, শীতে কাঁপছে সমগ্র ভূস্বর্গ
শ্রীনগর, ২৪ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, শুক্রবারও হাড়কাঁপানো ঠান্ডায় কেঁপেছে ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম, কার্গিল সর্বত্রই শীতে জবুথবু অবস্থা। শুক্রবার সকালে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছি
শীতে জবুথবু কাশ্মীর, শ্রীনগর থেকে গুলমার্গ সর্বত্রই কনকনে ঠান্ডা


শ্রীনগর, ২৪ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, শুক্রবারও হাড়কাঁপানো ঠান্ডায় কেঁপেছে ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম, কার্গিল সর্বত্রই শীতে জবুথবু অবস্থা। শুক্রবার সকালে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। এরপর ২৯-৩১ জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উল্লেখ্য, ৪০-দিন ব্যাপী 'চিল্লাই কালান' শুরু হয়েছিল গত ২১ ডিসেম্বর, যা আগামী ৩০ জানুয়ারি শেষ হতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande