কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): আইনের নির্দেশকে উপেক্ষা করে এক মহিলাকে মারধর করা হয়েছে। ‘ডায়মন্ড হারবার মডেল’ নাম দিয়ে ভিডিও-সহ সেই অভিযোগ সামাজিক মাধ্যমে শেয়ার করলেন শুভেন্দু অধিকারী।
শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন,
“ডায়মন্ড হারবার মডেল!
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর ব্লকের খারিবেড়িয়া এলাকায়। জোরপূর্বক জমির একটি প্লট বেআইনিভাবে দখলের চেষ্টাকারী ইমাম আলী নামে এক ওষুধ ব্যবসায়ী মারধর করে এক মহিলা ও তার পরিবারের সদস্যদের। দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা চলছিল। ক্ষতিগ্রস্ত পরিবার আদালতের দ্বারস্থ হয়। এমনকি আদালত সম্ভবত তাদের পক্ষে রায় দিয়েছে বলে মনে হচ্ছে।
ইমাম আলী আইন মানতে প্রস্তুত ছিলেন না, তাই তিনি জোর করে জমি দখলের চেষ্টা করেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে আচমকা হামলা চালানো হয় এবং মারধরের ঘটনা ঘটে। আহত মহিলাকে আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তাঁকে চিকিৎসার জন্য বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রতিফলিত করে, যেখানে পশ্চিমবঙ্গের শাসক দলের সাথে যুক্ত কেউ আইনের শাসনকে উপেক্ষা করতে পারে।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত