বৃদ্ধার বাড়ি থেকে উদ্ধার নলিকাটা দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা
উত্তর ২৪ পরগনা, ২৪ জানুয়ারি (হি.স.): শুক্রবার জেটিয়ায় ঘর থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধার নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দেখা দিয়েছে এলাকায়। খুনের কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। মৃতার নাম ফুলজান বিবি। তাঁর বয়স ৮০ বছর। বারাকপুর পুলিশ কমিশনারেট
Dead Body


উত্তর ২৪ পরগনা, ২৪ জানুয়ারি (হি.স.): শুক্রবার জেটিয়ায় ঘর থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধার নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দেখা দিয়েছে এলাকায়। খুনের কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। মৃতার নাম ফুলজান বিবি। তাঁর বয়স ৮০ বছর। বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁপাচাকলা পঞ্চায়েতের জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল এলাকার বাসিন্দা তিনি। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।

প্রতিবেশী সূত্রে খবর, বৃহস্পতিবারও বৃদ্ধার মেয়ে তাঁর কাছে এসেছিল। দীর্ঘক্ষণ কথাও বলেন। বিকেলে শ্বশুরবাড়ি ফিরে যান তিনি। এরপর রাতে ফোনেও কথা হয় দুজনের। শুক্রবার বেলা গড়িয়ে গেলেও বৃদ্ধা ঘর থেকে বেরননি। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের।

এরপর বৃদ্ধার বাড়ি থেকে উদ্ধার হয় নলিকাটা দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জেটিয়া থানায়। পুলিশ গিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুনের ঘটনা। তবে এখনও কিছু স্পষ্ট নয়। দ্রুতই রহস্যের জট খুলবে বলে আশাবাদী পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande