আগরতলা, ২৪ জানুয়ারি (হি.স.) : গরীব শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তা বেশি পরিলক্ষিত হচ্ছে। শুক্রবার সিআইটিইউ আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে একথা বললেন সিআইটিইউ নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে।
বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মহিলা শ্রমিকরা যেন রাতেও তাদের কর্তব্যে সচল থাকে এমন একটি আইন চালু করার দাবি জানিয়েছে আইটি কোম্পানিগুলি। যেটা আইনে ছিল না। এই আইন যদি চালু হয় তাহলে মহিলাদের সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে গিয়ে দাঁড়াবে। আর এর প্রতিবাদে ময়দানে নেমেছে সিআইটিইউ। কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে রাজ্য বিধানসভায়ও বিরোধীদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করেই এমন একটি আইনের প্রস্তাব এনে পাশ করিয়েও দিল শাসক বিজেপি।
এই আইনের প্রতিবাদে শুক্রবার আগরতলায় সিআইটিইউ এর সদর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে এসে ধর্ণা দেওয়া হয়। শ্রম মন্ত্রীর উদ্দেশ্যে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ এর প্রতিনিধি দল।
সিআইটিইউ নেতা মানিক দে জানান, এমনিতে রাজ্যে মহিলাদের সুরক্ষা তলানিতে। বিধানসভায় উত্থাপিত তথ্য অনুযায়ী প্রায় ৮০০ নারী নিখোঁজ। এর মধ্যে কয়জন বাড়িতে ফিরে এসেছেন, উদ্ধার হয়েছে কয়জন, প্রশ্ন তুলেছেন মানিক দে। তাঁর অভিযোগ, রাজ্যের মহিলারা নানাভাবে নির্যাতিত হচ্ছেন। ধর্ষণ করে খুন করা হচ্ছে, অপহরণ, লুটপাটের মত ঘটনা ঘটেই চলছে। নারীদের সুরক্ষা প্রদানে রাজ্যের পুলিশ প্রশাসন ও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই এই মুহূর্তে এই ধরনের আইন চালু করা মহিলাদের আরো বিপদের দিকে ঠেলে দেওয়া বলে অভিমত ব্যক্ত করেন সিআইটিইউ নেতা মানিক দে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ