আগরতলা, ২৪ জানুয়ারি (হি.স.) : নেশামুক্ত ত্রিপুরা গঠনে জনসচেতনতার পাশাপাশি নেশার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
শুক্রবার আগরতলায় বড়দোয়ালীর মধ্যপাড়ায় নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগ শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমগ্র পৃথিবীর মধ্যে ভারতকে শ্রেষ্ঠত্বের জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে রাজ্য সরকারও ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত করছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, টিআরটিসি'র বোর্ড অব ডিরেক্টরের সদস্য শ্যামল কুমার দেব, নব অঙ্গীকার সামাজিক সংস্থার সম্পাদক দেবদাস বক্সী, অবসরপ্রাপ্ত আইজিপি বি কে রায় প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das