আগরতলা, ২৪ জানুয়ারি (হি.স.) : মহিলারা সমাজের চালিকাশক্তি, তাদের সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তাদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছেন। শুক্রবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তৃতীয় রাজ্যভিত্তিক শহুরি সমৃদ্ধি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে মহিলা স্ব-সহায়ক দলের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। বর্তমানে গ্রামীণ মহিলা স্বসহায়ক দলের সংখ্যা প্রায় ৫২ হাজার। লাখপতি দিদির সংখ্যাও অনেক বেড়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সব স্তরেই সামগ্রিক বিকাশের ফলে রাজ্যে মাথাপিছু গড় আয় গত ৬ বছরে আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। এছাড়া জিডিপিও বেড়েছে আগের তুলনায়। তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। অনেকে চেষ্টা করেছেন আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য। কিন্তু রাজ্য সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, খাদ্য এবং শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das