উন্নত গ্রাম গড়ে তুলতে বায়োভিলেজ প্রকল্প সহায়ক ভূমিকা নেবে : মন্ত্রী অনিমেষ
খোয়াই (ত্রিপুরা), ২৪ জানুয়ারি (হি.স.) : উন্নত গ্রাম গড়ে তুলতে বায়োভিলেজ প্রকল্প সহায়ক ভূমিকা নেবে। শুক্রবার খোয়াই জেলার তুলাশিখর ব্লকের ৫টি ভিলেজে বায়োভিলেজ ২.০ প্রকল্পের সূচনা করে একথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অনিমেষ দেববর্মা। বায়োভিলেজ প
মন্ত্রী অনিমেষ দেববর্মা


খোয়াই (ত্রিপুরা), ২৪ জানুয়ারি (হি.স.) : উন্নত গ্রাম গড়ে তুলতে বায়োভিলেজ প্রকল্প সহায়ক ভূমিকা নেবে। শুক্রবার খোয়াই জেলার তুলাশিখর ব্লকের ৫টি ভিলেজে বায়োভিলেজ ২.০ প্রকল্পের সূচনা করে একথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অনিমেষ দেববর্মা।

বায়োভিলেজ প্রকল্প সম্পর্কে মন্ত্রী অনিমেষ দেববর্মা নলেন, এই প্রকল্পে ভিলেজগুলির উন্নয়নে মৎস্য, কৃষি, প্রাণীসম্পদ বিকাশ দপ্তর এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হবে। এই প্রকল্প ভিলেজের পরিবারগুলির আর্থসামাজিক মান উন্নয়নেও সহায়ক ভূমিকা নেবে। এই প্রকল্পের কাজ সফল করে তোলার জন্য তিনি সব অংশের মানুষের সহযোগিতা চেয়েছেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিএডিসির খোয়াই সাবজোনালের চেয়ারম্যান বিশু দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রন, বায়োটেকনোলজি দপ্তরের অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত, তুলাশিখর বিএসির চেয়ারম্যান প্রদীপ দেববর্মা প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande