যোধপুর, ২৪ জানুয়ারি (হি.স.) : যোধপুরের মথানিয়া ও বোরণাডা থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। মথানিয়া থানার এক পুলিশ আধিকারিক জানান, রামগড় জেলু গ্রামের বাসিন্দা গগাড়ি এলাকার একটি গাড়িচালকের গাফিলতির কারণে তাঁর বোলেরো গাড়ি উল্টে যায়। এই দুর্ঘটনায় তাঁর মা-সহ অন্য যাত্রীরা আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ নিহতের দেহ ময়নাতদন্তর পর পরিবারের কাছে হস্তান্তর করে।
অন্যদিকে, বোরণাডা থানার এক পুলিশ আধিকারিক জানান, ফক্কো বাস ডোলি ঝনভার গ্রামের বাসিন্দা তাঁর ৫৫ বছর বয়সী ভাই ওমারাম বাইক নিয়ে নারনাডি এলাকার একটি হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ নিহতের দেহ ময়নাতদন্তর পর পরিবারের কাছে হস্তান্তর করে। উভয় গাড়ির চালককে শনাক্তকরণ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য