মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের কর্মচারীদের রক্তদান
আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার জন্মদিন উপলক্ষে বুধবার মেগা রক্তদান শিবিরের আয়োজন করলেম স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা আইজিএম হাসপাতালের আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান শিবির
রক্তদান শিবির


আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার জন্মদিন উপলক্ষে বুধবার মেগা রক্তদান শিবিরের আয়োজন করলেম স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা আইজিএম হাসপাতালের আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

বুধবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার জন্মদিন। মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেন স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা। আইজিএম হাসপাতালে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রক্তদান মহৎ দান তা আমরা সকলেই জানি। কিন্তু রক্তদানে আমাদের যে উদ্দীপনা জাগিয়েছেন তাঁর জন্মদিন আজ। তিনি মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা।

মেয়র আরও বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আর এই আহ্বানে সাড়া দিয়ে দিকে দিকে রক্তদান শিবিরের আয়োজন চলছে। তিনি আরও জানান, এই রক্তদান শিবিরে যারা রক্তদান করছেন তারা তাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ দান করছেন। কারণ রক্তের কোন বিকল্প হয় না। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার দীর্ঘায়ু কামনা করেন মেয়র। জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande