শ্রীভূমির লাতু জয়কালীবাড়িতে ১৬ প্রহর শ্রীহরিনাম মহাযজ্ঞ ৪ ফেব্রুয়ারি থেকে, আসছেন খ্যাতনামা শিল্পী সম্পা গোস্বামী
শ্রীভূমির লাতু জয়কালীবাড়িতে ১৬ প্রহর শ্রীহরিনাম মহাযজ্ঞ ৪ ফেব্রুয়ারি, আসছেন খ্যাতনামা পদাবলী শিল্পী সম্পা গোস্বামী
লাতু জয়কালীবাড়ি পরিচালন সমিতির পক্ষ থেকে রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাসকে সংবৰ্ধনা


শ্রীভূমি (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : শ্রীহরিনাম সংকীর্তন জ্বরে কাবু বরাক উপত্যকা। এবার নামসুধা বিতরণে লাতু আসছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা পদাবলী শিল্পী সম্পা গোস্বামী। শ্রীশ্রী লাতু জয়কালীবাড়ি পরিচালন সমিতি পরিচালিত মাতৃপ্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে। কলিহত জীবের দুঃখ মোচন ও বিশ্বশান্তি লাভের কামনায় মহানাম যজ্ঞ এবার ১৫-তম বছরে হাতে নেওয়া হয়েছে বিগ বাজেট।

প্রায় ১২ লক্ষ টাকা বাজেট ধার্য করে এবার হরিবাসরে নামসুধা পরিবেশনের জন্য আসছেন পদাবলী শিল্পী সম্পা গোস্বামী সহ উত্তর ২৪ পরগনার তাঁর সম্প্রদায়ের শিল্পীরা। হরিনাম বিতরণে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, ত্রিপুরা এবং বরাক উপত্যকার বিশিষ্ট নামলীলা কীর্তনিয়া সম্প্রদায়কে।

ভারত এবং বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুষেন বৈদ্যের পরিচালনায় নামসুধা পরিবেশন করবেন বৈষ্ণব পদাবলী সম্প্রদায়ের শিল্পীবৃন্দ। এছাড়া হরিবাসরে নামসুধা বিতরণ করবেন বাংলাদেশের জন্মান্ধ শিশুশিল্পী রঞ্জিত রায়, শিলচরের বাঁকেবিহারী সম্প্রদায়, অমল চক্রবর্তী সম্প্রদায় এবং শ্রীভূমির শ্রীশ্রী গুরু ব্রজকিশোর সম্প্রদায়ের শিল্পীরা।

আগামী ৪ ফেব্রুয়ারি শোভাযাত্রা এবং মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে শুভ অধিবাসের সূচনা হবে। পরের দিন ৫ এবং ৬ ফেব্রুয়ারি শ্রীনামলীলা মহোৎসবের নিবাস হবে ৭ ফেব্রুয়ারি মহন্ত বিদায়ের মাধ্যমে।

গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠান নিয়ে আলোচনা হয় রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাসের সঙ্গে। পরিচালন সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় সাংসদকে। পরিচালন সমিতির অন্যতম কর্মকর্তা অমিত স্বামী, দিলীপকুমার দাস, নৃপতি ভট্টাচার্য, জ্যোতির্ময় দাস, রজতকান্তি চক্রবর্তী, রাঘবেন্দ্র ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, পরিতোষ দাস, প্রতাপ দাস, দেবদুলাল চক্রবর্তী, দেবতোষ রায়, শ্যামসুন্দর চক্রবর্তী, সুদীপ দাসরা জানিয়েছেন, শ্রীহরিনাম যজ্ঞের এবার ১৫-তম বছর পূর্তি। যার দরুন বিগ বাজেট হাতে নেওয়া হয়েছে। হরিনাম লীলা সংকীর্তন পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রখ্যাত কীর্তনিয়া শিল্পী দলকে। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভের আকুল প্রত্যাশায় ১৫-তম বর্ষ পূর্তিতে হরিবাসরের প্রতিটি পর্বে সকলের সবান্ধব উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিচালন সমিতির অন্যতম কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande