উত্তরবঙ্গের আরও এক চা বাগানে ঝুলল তালা
আলিপুরদুয়ার, ৯ জানুয়ারি (হি.স.): বছরের প্রায় শুরুতেই কাজহারা ১৩০০ চা শ্রমিক। বুধবার রাতে আলিপুরদুয়ারের একটি চা বাগানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খোঁজ নেই মালিকের। বৃহস্পতিবার সকাল থেকে দিশেহারা ১৩০০ পরিবার। কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের ম্যানেজমেন
উত্তরবঙ্গের আরও এক চা বাগানে ঝুলল তালা


আলিপুরদুয়ার, ৯ জানুয়ারি (হি.স.): বছরের প্রায় শুরুতেই কাজহারা ১৩০০ চা শ্রমিক। বুধবার রাতে আলিপুরদুয়ারের একটি চা বাগানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খোঁজ নেই মালিকের। বৃহস্পতিবার সকাল থেকে দিশেহারা ১৩০০ পরিবার।

কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের ম্যানেজমেন্ট বুধবার রাতে বাগান বন্ধ করার নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যায়। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন ফ্যাক্টরির দরজা বন্ধ। বাগানে সাসপেনশনের নোটিস ঝুলছে। যা দেখে মাথায় হাত পড়ে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের।

উল্লেখ্য, আলিপুরদুয়ারে মোট চা বাগানের সংখ্যা ৬৯টি। এর মধ্যে ৯টি চা বাগানে তালা ঝুলেছে। ইতিপূর্বে লঙ্কাপাড়া চা বাগানের ২ হাজার ১৩২ জন, রায়মাটাং চা বাগানের ১ হাজার ৬২৪ জন, দলসিংপাড়ায় ১ হাজার ৭৪৮ জন, দলমোর বাগানের ১ হাজার ৬৫ জন, কালচিনির ১ হাজার ৯১৬ জন, রামঝোরার ৯৬২ জন, ঢেকলাপাড়ার ৬০৪ জন, তোর্সার ৬৪৭ জন এবং মহুয়ার ৮১ জন কাজ হারিয়েছিলেন। এদিন তালিকায় জুড়ল আরও একটি নাম।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande