উত্তর ২৪ পরগনা, ৯ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্তে কাঁটাতারহীন এলাকা দিয়ে অনুপ্রবেশের ঝুঁকি বেড়েছে। বেড়েছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা। এই আবহে বৃহস্পতিবার বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হল। দীর্ঘক্ষণ বৈঠক করে দুই সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা সমন্বয় ও শান্তি বজায় নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দুদেশের সীমান্তে পেট্রাপোল-বেনাপোলে দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি, বিএসএফ মণীন্দর পি.এস পাওয়ার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হুমায়ুন কবীর, পিএসসি-র মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়।
কমান্ডাররা যেসব বিষয় নিয়ে আলোচনা করেন, তার মধ্যে উল্লেখযোগ্য আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা, সীমান্ত এলাকায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম, অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধের ব্যবস্থা এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা।
সীমান্ত সুরক্ষায় তাই বাড়তি নজর দিয়েছে বিএসএফ।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই কাঁটাতার দেওয়া নিয়ে মালদহের বৈষ্ণবনগর সীমান্তে বিএসএফ-বিজিবি নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়ে। পরে অবশ্য কাঁটাতারের কাজ হয়েছে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি হয় সুখদেবপুরেও। বিজিবির বিরুদ্ধে অভিযোগ, বারবার কাঁটাতার বসানো নিয়ে আপত্তি তুলেছেন ওপার বাংলার সীমান্তরক্ষী জওয়ানরা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত