দক্ষিণ ২৪ পরগনা, ৯ জানুয়ারি (হি.স.): ভাঙড়ে আবার নতুন করে অশান্তি৷ ফের আরাবুল বনাম শওকত৷ বৃহস্পতিবার আরাবুল ইসলাম ভাঙড়ের ২ নম্বর বিডিও অফিসে পৌঁছলে অশান্তি শুরু হয়৷ শওকত মোল্লা ঘনিষ্ঠ আহসান মোল্লার অনুগামীরা আরাবুল ইসলামকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ৷
এরপর আরাবুল এবং শওকত মোল্লার অনুগামীরা একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে৷ শুরু হয় গণ্ডগোল। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার ও পোলেরহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে লাঠি চালিয়ে আরাবুল মোল্লা এবং শওকত মোল্লার অনুগামীদের ছত্রভঙ্গ করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত