কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যা কাণ্ডে বিচারপ্রক্রিয়া শেষ হয়ে ৬০ দিনের মাথায় ঘোষিত হতে চলেছে রায়। অনেকের দাবি, একা সঞ্জয়ের কাজ নয় এটা। তার সঙ্গে যারা জড়িত, তারা অধরাই থেকে গেল। তাদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক, এই দাবি তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় ফের রাজপথে নামেন জুনিয়র চিকিৎসকদের একাংশ।
অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারা এদিন শিয়ালদহ আদালতের এই দিনক্ষণ শুনে ফের মিছিলে নামেন। সঙ্গে আরও অনেকে। আসফাকুল্লার নাইয়ার কথায়, ”একটা মর্মান্তিক ঘটনা, তার বিচার হয়ে শাস্তি হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ঘটনায় একজনকে ঘিরেই বিচার চলল এতদিন। একজন নাকি একাধিক জড়িত এই ঘটনায়, তার সমাধান হল না। আমাদের দাবি, যাদের আড়াল করা হচ্ছে, তাদের সামনে এনে বিচার হোক।”
হাঁটতে হাঁটতে অনিকেত মাহাতো বললেন, ”আমরা আদালতের অধীনে সিবিআই তদন্ত চেয়েছিলাম। তা হয়েছে। কিন্তু প্রাথমিক চার্জশিটের পর সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? ফরেনসিক বা সিএফএসএল রিপোর্ট কেন খতিয়ে দেখা হল না? তদন্ত সঠিক পথে এগিয়েছে বলে আমরা মনে করছি না। এই অবস্থায় রাজপথ ছাড়া আমরা আর কোথায় যাব?”
প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালত এই মামলার রায়দান করবে বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত