বিশালগড়ে নিজের বসতঘরে আগুন ধরিয়ে পালাতক নেশাগ্রস্ত ব্যক্তি
বিশালগড় (ত্রিপুরা), ৮ জানুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানার অন্তর্গত নদীলাখ এলাকার নেশাগ্রস্ত সুমন মিয়া তার বসতঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার পর সুমন মিয়ার
বসতঘরে আগুন


বিশালগড় (ত্রিপুরা), ৮ জানুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানার অন্তর্গত নদীলাখ এলাকার নেশাগ্রস্ত সুমন মিয়া তার বসতঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আগুন লাগার পর সুমন মিয়ার স্ত্রী কোনরকমে ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে থাকেন। তখনই পাড়ার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় বিশালগড় দমকল অফিসে। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই পুরো ঘরে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। কিছুই রক্ষা করা যায়নি।

সুমনের ছোট ভাই মামন মিয়া অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই সুমন নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে ঝামেলা করে। দুই সপ্তাহ আগে সুমন তার ছোট ভাইয়ের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়েছিলেন এসব কারণেই। বিশালগড় থানার পুলিশ তাকে আটক করে এক রাত লকআপে রেখে দিয়েছিল। তারপর দুইদিন ভাল ছিল। আবার আগের মতই শুরু করেন বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতেও সে বাড়িতে এসে তান্ডব চালায়। এলাকার লোকজন এসে নাকি তার ছোট ভাই মামনকে পরামর্শ দেন দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকতে। কিছুক্ষণ পরই সুমনের স্ত্রীর চিৎকার শুনে মামন বেরিয়ে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। পাশেই আরও ঘর ছিল। অল্পতে আগুন বাকি ঘরে ছড়িয়ে পড়েনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande