রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ যোগাচার্যর 
রায়পুর, ৮ জানুয়ারি (হি.স.): বুধবার ছত্তিশগড়ের রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সত্যানন্দ যোগ আশ্রমের যোগাচার্য। এদিন ছত্তিশগড়ের রাজভবনে রাজ্যপাল রমেন ডেকার সঙ্গে দেখা করেন সত্যানন্দ যোগ আশ্রমের যোগাচার্য স্বামী স্বয়ম্ভু সরস্বতী। জানা গেছে,
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ যোগাচার্যর


রায়পুর, ৮ জানুয়ারি (হি.স.): বুধবার ছত্তিশগড়ের রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সত্যানন্দ যোগ আশ্রমের যোগাচার্য। এদিন ছত্তিশগড়ের রাজভবনে রাজ্যপাল রমেন ডেকার সঙ্গে দেখা করেন সত্যানন্দ যোগ আশ্রমের যোগাচার্য স্বামী স্বয়ম্ভু সরস্বতী।

জানা গেছে, রাজ্যে যোগের প্রসার-প্রচারের জন্য কার্যক্রম সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন যোগাচার্য। যোগব্যায়াম নিয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য ব্যাপক প্রচারের ওপর জোর দেন রাজ্যপালও। যোগ সন্ন্যাসী আত্মা চৈতন্যও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande