মমতার অপশাসনে পশ্চিমবঙ্গে মা এখন লজ্জিত : বাঁশুরি স্বরাজ
নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): দুর্গাপুরে ধর্ষণ-কাণ্ড ও মহিলাদের রাতে বাড়ির বাইরে বেরোনো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। তাঁর কথায়, মমতার অপশাসনে পশ্চিমবঙ্গে মা এখন লজ্জিত। সোমবার দি
বাঁশুরি স্বরাজ


নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): দুর্গাপুরে ধর্ষণ-কাণ্ড ও মহিলাদের রাতে বাড়ির বাইরে বেরোনো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। তাঁর কথায়, মমতার অপশাসনে পশ্চিমবঙ্গে মা এখন লজ্জিত।

সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বাঁশুরি স্বরাজ বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, তারা 'মা, মাটি, মানুষ' স্লোগান দেয়। কিন্তু আপনার অসংবেদনশীলতা, অপশাসনে এখন বাংলায় 'মা' লজ্জিত, 'মাটি' রক্তাক্ত এবং 'মানুষ' দুর্বিষহ। দোষীদের শাস্তি ও নির্যাতিতাকে বিচার প্রদান করার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাই। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে বিজেপি সাংসদ এও বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, মহিলাদের গভীর রাতে বাইরে যাওয়া উচিত নয়। তৃণমূল পিছিয়ে পড়া মানসিকতার সমার্থক হয়ে উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande