নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): প্রাক্তন আইএএস অফিসার কানন গোপীনাথন সোমবার কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল ও কংগ্রেস নেতা পবন খেরার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন কানন গোপীনাথন।
কে.সি. বেণুগোপাল বলেছেন, এটি আমাদের সকলের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত যে, সাহসী আমলাদের মধ্যে একজন যিনি এই দেশের দরিদ্র ও প্রান্তিক জনগণের প্রতি অনুরাগী এবং যিনি সর্বদা ন্যায়, প্রেম ও স্নেহের জন্য লড়াই করেছেন, কানন গোপীনাথন কংগ্রেসে যোগ দিচ্ছেন। এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে, কংগ্রেসই একমাত্র দল যারা এই দেশের ন্যায়বিচারের জন্য লড়াই করে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা