ইন্দোর, ১৪ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে ভয়াবহ আগুন লাগল একটি রাসায়নিক কারখানায়। মঙ্গলবার ভোররাতে রাসায়নিক কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দমকল অফিসার বি ডি হুডা বলেছেন, ভোররাত ২টো নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের ১৩টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের ঘটনা ঘটেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা