চণ্ডীগড়, ১৪ অক্টোবর (হি.স.): ডিজি-সহ একগুচ্ছ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে লাগাতার হেনস্থার অভিযোগ তুলে সম্প্রতি আত্মহত্যা করেছেন হরিয়ানা পুলিশের পদস্থ আধিকারিক ওয়াই পূরণ কুমার। তাঁর দীর্ঘ সুইসাইড নোট প্রকাশ্যে আসার পরে দেশ জুড়ে হইচই শুরু হয়েছে। সরব বিরোধী দলগুলি।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ চণ্ডীগড়ে প্রয়াত পূরণ কুমারের বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পূরণ কুমারের ছবিতে শ্রদ্ধা জানান তিনি। রাহুলের এই চণ্ডীগড় সফরের ছবি এক্স মাধ্যমে পোস্ট করেছে কংগ্রেস।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ