জম্মু ও কাশ্মীরে পর্যটনের দূরাবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ
শ্রীনগর, ১৪ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে পর্যটনের দূরাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মঙ্গলবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, এই বছরটি আমাদের জন্য কঠিন ছিল। প্রথমে পহেলগাম সন্ত্রাসী হামলা
ওমর আব্দুল্লাহ


শ্রীনগর, ১৪ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে পর্যটনের দূরাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মঙ্গলবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, এই বছরটি আমাদের জন্য কঠিন ছিল। প্রথমে পহেলগাম সন্ত্রাসী হামলা এবং তারপর ভারত-পাকিস্তান সংঘর্ষ। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃষ্টি ও হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলাফল হল জম্মু ও কাশ্মীরের অবস্থা খুবই খারাপ। পর্যটন প্রচারের জন্য, আমাদের একটি দল সিঙ্গাপুরে রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যটনের জন্য একটি খুব বড় বাজার এবং আমরা তা পুঁজি করার চেষ্টা করছি। আমরা মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদেও পর্যটনের প্রচার করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande