নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ভারত বরাবরই শান্তির পক্ষে, এমনটাই দাবি করলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। একইসঙ্গে তিনি বলেছেন, শান্তিরক্ষা এখন অভূতপূর্ব জটিলতার চ্যালেঞ্জের সম্মুখীন। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ চিফস কনক্লেভে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, শান্তিরক্ষা এখন অভূতপূর্ব স্কেল এবং জটিলতার চ্যালেঞ্জের মুখোমুখি। উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারত শান্তিরক্ষায় অন্যতম বৃহত্তম অবদানকারী হিসাবে, রাষ্ট্রসঙ্ঘের মোট ৭১টি শান্তিরক্ষা মিশনের মধ্যে ৫১টি মিশনে আনুমানিক ৩ লক্ষ পুরুষ ও মহিলাকে পাঠিয়েছে। যদিও আমাদের সৈন্যরা অদম্য সংকল্পের সঙ্গে কাজ করেছে, আমরা অমূল্য অভিজ্ঞতাও অর্জন করেছি, যা আমরা সর্বদা সবার সঙ্গে ভাগ করতে ইচ্ছুক।
উপেন্দ্র দ্বিবেদী বলেন, নতুন দিল্লিতে রাষ্ট্রসঙ্ঘ শান্তিরক্ষা কেন্দ্র, একটি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে আপগ্রেড করা হয়েছে, ভারতে এই সম্মেলনের আয়োজন করা শুধুমাত্র একটি বিশেষ সুবিধাই নয়, সহযোগিতাকে শক্তিশালী করতে এবং বিশ্ব শান্তির মহৎ মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যৌথ সংকল্পের পুনর্নিশ্চিতকরণও। এটি বসুধৈব কুটুম্বুকমের ভারতীয় নীতিকেও প্রতিফলিত করে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা