নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সিবিআই-এর উদ্যোগে আয়োজিত দোষী প্রত্যর্পণ : সমস্যা ও কৌশল শীর্ষক দুই দিনের সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিবিআই পরিচালক প্রবীণ সুদ বলেন, ২০২৫ সালে আমরা ৩৫ জন পলাতককে ফিরিয়ে এনেছি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এখন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, একটি শক্তিশালী ভারত নিরাপদ সীমান্তের পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করার জন্য এগিয়ে চলেছে। এই সম্মেলনে, আমরা বিশ্বব্যাপী অভিযান, শক্তিশালী সমন্বয় এবং বুদ্ধিমান কূটনীতিকে একত্রিত করার বিষয়টি নিশ্চিত করব।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা