নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল, বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নিতে বাধ্য হল মামলাকারী সংস্থা। কারণ, ওই মামলায় কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল অনুমতি দেননি। তাঁর অনুমতি ছা়ড়া মামলা শুনানির জন্য উঠলে শীর্ষ আদালতে তা খারিজ হয়ে যেত। তার আগে মামলাটি প্রত্যাহার করা হয়েছে।
২৬ হাজার চাকরি বাতিলের মামলার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর কোনও যোগ নেই। তিনি ওই মামলার অংশ নন। বাইরে থেকে সাংবিধানিক পদাধিকারী হিসাবে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাই এ সব ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা হলে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল এবং হাই কোর্টে মামলা হলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুমতি লাগে। মমতার বিরুদ্ধে মামলায় ওই অনুমতি মিলল না। স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের ওই সংক্রান্ত রায় নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মমতা। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্য ছিল আদালত অবমাননার শামিল। সেই কারণে তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ‘আত্মদীপ’ নামের এক সংস্থা।
প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে গত জুলাই মাসে মামলাটি উঠেছিল। তখনই প্রধান বিচারপতি মামলাকারীকে ভর্ৎসনা করেন।রাজনীতির যুদ্ধ অন্যত্র গিয়ে করার পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল এই মামলার জন্য আদৌ অনুমতি দেবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি গবই।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত