আপডেট-২...অরুণাচলে ইন্দো-মায়নামার সীমান্তে আসাম রাইফেলস-এর ওপর জঙ্গি হামলা, ঘায়েল দুই জওয়ান
ইটানগর, ১৬ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশের চাংলাং জেলার অন্তর্গত ইন্দো-মায়নামার সীমান্তবর্তী মানমাও এলাকার হাটমান গ্রামে অবস্থিত আসাম রাইফেলস-এর ক্যাম্পে (কোম্পানি অপারেটিং বেস, সংক্ষেপে, সিওবি বা কোব)-এর ওপর হামলা করেছে সন্দেহভাজন এনএসসিএন-কেও
সেনা_প্রতিনিধিত্বমূলক ছবি


ইটানগর, ১৬ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশের চাংলাং জেলার অন্তর্গত ইন্দো-মায়নামার সীমান্তবর্তী মানমাও এলাকার হাটমান গ্রামে অবস্থিত আসাম রাইফেলস-এর ক্যাম্পে (কোম্পানি অপারেটিং বেস, সংক্ষেপে, সিওবি বা কোব)-এর ওপর হামলা করেছে সন্দেহভাজন এনএসসিএন-কেওয়াই (এ) গোষ্ঠীর সশস্ত্র জঙ্গিরা। এ ঘটনায় দুই জওয়ান যথাক্রমে রাইফেলম্যান হরিশরণ এবং রাইফেলম্যান রাহুল বরা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে আধিকারিক এক সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোররাত ২ :৩০ থেকে ৩:০০টার মধ্যে সংঘটিত হয়েছে জঙ্গি হামলার ঘটনা। সূত্রটি জানিয়েছে, আহত হরিশরণ এবং রাহুল বরাকে ঘটনাস্থল মানমাও থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকাল ৮:২৪ মিনিটে অসমের যোরহাটে অবস্থিত ৫ নম্বর এয়ার ফোর্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আধিকারিক জানান, নিরাপত্তা বাহিনী গোটা এলাকাকে ঘিরে হামলাকারী জঙ্গিদের ধরতে চিরুণী তালাশি-অভিযান চালিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande