সস্ত্রীক আরজেডি-তে যোগ দিলেন খেসারী লাল যাদব, স্বাগত তেজস্বীর
পাটনা, ১৬ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আরজেডি-তে যোগ দিলেন ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারী লাল যাদব। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী চন্দনা দেবীকে সঙ্গে নিয়ে আরজেডি-তে যোগ দেন ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারী লাল যাদব। নিজ দল
সস্ত্রীক আরজেডি-তে যোগ দিলেন খেসারী লাল যাদব, স্বাগত তেজস্বীর


পাটনা, ১৬ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আরজেডি-তে যোগ দিলেন ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারী লাল যাদব। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী চন্দনা দেবীকে সঙ্গে নিয়ে আরজেডি-তে যোগ দেন ভোজপুরী গায়ক ও অভিনেতা খেসারী লাল যাদব। নিজ দলে তাঁদের স্বাগত জানান তেজস্বী যাদব।

আরজেডি-তে যোগদানের বিষয়ে গায়ক খেসারি লাল যাদব বলেন, আমি চাই আমাদের বিহার থেকে কেউ যেন না যায়। গুজরাট, কলকাতা এবং দিল্লির লোকজন এখানে এসে কাজ করুক। আমরা এটাই চাই। তিনি অথবা তাঁর স্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জানতে চাইলে অভিনেতা বলেন, তিনি (স্ত্রী) প্রতিদ্বন্দ্বিতা করুন বা আমি প্রতিদ্বন্দ্বিতা করি, একই কথা। তিনি আমার স্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande