নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): বিগত দুই দিনে দেশে আত্মসমর্পণ করেছে ২৫৮ নকশাল। এতে সন্তুষ্টি প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, গত দুই দিনে ২৫৮ জন নকশাল হিংসা ত্যাগ করেছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অমিত শাহ উল্লেখ করেছেন, বৃহস্পতিবার ছত্তিশগড়ে ১৭০ জন নকশাল আত্মসমর্পণ করেছে এবং গতকাল ২৭ জন আত্মসমর্পণ করেছে।
অমিত শাহ আরও উল্লেখ করেছেন, গতকাল মহারাষ্ট্রে ৬১ জন মূলধারায় ফিরে এসেছেন। তিনি আরও জানান, গত বছর ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দুই হাজারেরও বেশি নকশাল আত্মসমর্পণ করেছে, প্রায় ১৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং রাজ্যে চারশো পঞ্চাশেরও বেশিকে নকশালকে নির্মূল করা হয়েছে। দেশের সংবিধানের প্রতি আস্থা রেখে নকশালদের হিংসা ত্যাগের সিদ্ধান্তের প্রশংসা করেছেন অমিত শাহ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা