পাটনা, ১৬ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করলো বিজেপি। এই তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত তারকা প্রচারকের তালিকা অনুযায়ী, এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্য নেতাদের নাম রয়েছে। এছাড়াও স্মৃতি ইরানি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রমুখের নাম রয়েছে এই তালিকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা