২০৩০-এ কমনওয়েলথ গেমসের আয়োজন করবে ভারত, খুশির কথা জানালেন জয়শঙ্কর
নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): ভারত ও গুজরাটের জন্য সুখবর, ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করবে ভারত। সেই বছর কমনওয়েলথ গেমসের আয়োজন হবে গুজরাটের আহমেদাবাদে। বৃহস্পতিবার এক্স মাধ্যমে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি টুইট করে জানিয়েছে
এস জয়শঙ্করের টুইট


নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): ভারত ও গুজরাটের জন্য সুখবর, ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করবে ভারত। সেই বছর কমনওয়েলথ গেমসের আয়োজন হবে গুজরাটের আহমেদাবাদে। বৃহস্পতিবার এক্স মাধ্যমে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।

তিনি টুইট করে জানিয়েছেন, ভারত ২০৩০ সালে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজন করবে - এটি ভারত এবং গুজরাটের জন্য একটি গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রী মোদীর বিশ্বমানের পরিকাঠামো এবং ক্রীড়া প্রতিভার প্রতি যত্নের দৃষ্টিভঙ্গির প্রমাণ এটি।

উল্লেখ্য, ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছে। ভারত সরকার, গুজরাট সরকার ও ভারতের কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী নভেম্বর মাসে কমনওয়েলথের সাধারণ সভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে। ২০৩০ হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষপূর্তি। সেই উদযাপনের অংশ হিসেবে আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের নাম প্রস্তাব ভারতের ক্রীড়া ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande