মুম্বই , ১৬ অক্টোবর (হি. স.): ঋষভ শেঠির ছবি কান্তারা চ্যাপ্টার ১ বক্স অফিসে দ্রুত সাফল্য অর্জন করছে। ২ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ছবিটি ১৫ দিন পূর্ণ করেছে । ছবিটি দর্শকদের মনে উৎসাহ জাগিয়ে চলেছে। ঋষভ শেঠির দুর্দান্ত পরিচালনার ফলে ছবিটি বক্স অফিসে শক্তিশালী সাফল্য পেয়েছে।
বক্স অফিসের তরফে জানা গেছে, কান্তারা চ্যাপ্টার ১ তার দ্বিতীয় বুধবার (১৪তম দিন) বক্স অফিসে ১০ কোটি টাকা আয় করেছে। এর মোট আয় এখনও পর্যন্ত ৪৭৫.৯০ কোটি টাকায় পৌঁছেছে। এই চিত্তাকর্ষক অভিনয়ের মাধ্যমে, কান্তারা চ্যাপ্টার ১ এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন