হাইলাকান্দি (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলির সুযোগ-সুবিধা বেশি করে প্রচার করতে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছে রাজ্য বিধানসভার উন্নয়ন সংক্রান্ত ডিপার্টমেন্টালি রিলেটেড স্ট্যান্ডিং (ডিআরএস) কমিটি।
বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমতারীর নেতৃত্বে বিধানসভার উন্নয়ন সংক্রান্ত ডিপার্টমেন্টালি রিলেটেড স্ট্যান্ডিং কমিটি আজ শুক্রবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দিয়েছ। কমিটির সদস্যরা সভায় জানান, সৌর বিদ্যুৎ সংযোগের জন্য প্রধানমন্ত্রী সূর্য ঘর কর্মসূচির মতো কর্মসূচিগুলির সুযোগ জনসাধারণ গ্রহণ করলে অর্থ এবং বিদ্যুৎ দুটি আশ্রয় হবে। তাই এ ধরনের প্রকল্পের সুফল জনসাধারণের কাছে বেশি করে প্রচার করতে হবে।
সভায় এপিডিসিএল থেকে সভায় জানানো হয়েছে, জেলায় এখন পর্যন্ত ১৮৫টি ঘরে প্রধানমন্ত্রী সূর্যঘর নামক সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ভর্তুকিমূলক প্রকল্প সম্পন্ন হয়েছে। গ্রামোন্নয়ন বিভাগ থেকে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের এমজিএনরেগা প্রকল্পগুলির কাজ ৬২ শতাংশ সম্পন্ন হয়েছে এবং চলতি অর্থবছরে তা একশো শতাংশ সম্পূর্ণ হবে। তবে ২৫-২৬ অর্থবছরের কাজগুলি এখন পর্যন্ত ৪৬ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।
বন বিভাগ থেকে জানানো হয়েছে, জেলার নয়টি রাজস্ব আদায়ের মহালের মধ্যে চারটি বর্তমানে চালু রয়েছে। পূর্ত (ভবন) বিভাগ থেকে জানানো হয়েছ, নির্মীয়মাণ সার্কিট হাউসের কাজ আগামী ডিসেম্বর মাসে সম্পন্ন হবে।
সভায় উপস্থিত বিধায়ক জাকির হোসেন লস্কর জেলার গ্রামোন্নয়নের কাজকর্মের গতি আনতে পঞ্চায়েত সচিব ও জিআরএস-এর শূন্য পদগুলি পূরণের জন্য কমিটিকে সুপারিশ প্রদানের অনুরোধ জানান। বিধায়ক সুজাম উদ্দিন লস্কর কাটলিছড়া এলাকায় এপিডিসিএল-এর প্রকল্পগুলি দ্রুত শেষ করার আবেদন জানান।
সভার আগে বিধানসভার কমিটির সদস্যরা জেলার কয়েকটি চলমান প্রকল্পের নির্মাণকাজ সরেজমিনে পরিদশন করেন। প্রকল্পগুলি যথাক্রমে পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে আলগাপুরে বিডিও অফিস বিল্ডিং নির্মাণ, এমজিএনরেগায় কাপনারপারে গনিরআলা মসজিদ থেকে পূর্ত সড়ক পর্যন্ত সিসি ব্লক রাস্তা নির্মাণ, শিরিষপুরে অমৃত সরোবরের কাজ, জয়কৃষ্ণপুরে রাণা রোডের কাজ, হাইলাকান্দি শহরের ১৩ নম্বর ওয়ার্ডে নরসিংহ আখড়া থেকে লোকনাথ মন্দির পর্যন্ত নির্মিত ব্লক রাস্তা এবং বকরিহাওর এলাকায় জল সম্পদ বিভাগের বন্যা নিয়ন্ত্রণে নদী বাঁধের নির্মাণকাজ। আজকের সভায় কমিটির অন্য সদস্য বিধায়ক নিজানুর রহমান সহ জেলা কমিশনার অভিষেক জৈন অংশগ্রহণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস