কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত মূলত পরিষ্কার থাকবে আকাশ। কোনও কোনও জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় জেলাগুলিতে আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা হতে পারে, তবে বড় কোনও পরিবর্তন নেই। বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে, কিন্তু তা অস্বস্তির কারণ হবে না।
এদিকে উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার ও আবহাওয়া থাকবে শুষ্ক। যদিও শীত এখনই জাঁকিয়ে পড়বে না। হাওয়া অফিস জানিয়েছে, সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ