চেলসির বিপক্ষে ভরাডুবির পর ৩৯ দিনেই কোচকে বরখাস্ত করল নটিংহ্যাম
লন্ডন, ১৯ অক্টোবর (হি.স.) : নটিংহ্যাম ফরেস্টের দায়িত্ব পাওয়ার দেড় মাস হতে না হতেই চাকরি হারালেন এনজ পোস্টেকোগ্লু। দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোচের পদ থেকে বরখাস্ত হলেন তিনি। প্রিমিয়ার লিগে শনিবার চেলসির বিপক্ষে ফরেস্টের ৩-০ গোলে হারার পর ২০ মি
চেলসির বিপক্ষে  ভরাডুবির পর ৩৯ দিনেই কোচকে বরখাস্ত করল নটিংহ্যাম


লন্ডন, ১৯ অক্টোবর (হি.স.) : নটিংহ্যাম ফরেস্টের দায়িত্ব পাওয়ার দেড় মাস হতে না হতেই চাকরি হারালেন এনজ পোস্টেকোগ্লু। দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোচের পদ থেকে বরখাস্ত হলেন তিনি।

প্রিমিয়ার লিগে শনিবার চেলসির বিপক্ষে ফরেস্টের ৩-০ গোলে হারার পর ২০ মিনিট পরই এক বিবৃতিতে ৬০ বছর বয়সী পোস্টেকোগ্লুকে সরিয়ে দেওয়ার কথা জানায় ক্লাবটি।

গত ৯ সেপ্টেম্বর দলটির দায়িত্ব পেয়েছিলেন পোস্টেকোগ্লু। টিকতে পারলেন তিনি স্রেফ ৩৯ দিন।

প্রিমিয়ার লিগের কোনও দলে তাঁর চেয়ে কম সময় দায়িত্বে ছিলেন কেবল লিডস ইউনাইটেডে ৩০ দিন ছিলেন স্যাম অ্যালারডাইস।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande