এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি
ফ্লোরিডা, ১৯ অক্টোবর (হি.স.): রবিবার এমএলএসের ম্যাচে ন্যাশভিলেকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট আছে মেসির। এটি ছিল এমএলএসের নিয়মিত মরসুমের শেষদিন। এখন প্লে-অফ রাউন্ডের মাধ্যমে নিশ্চিত হবে শিরোপা। চলতি মরসুমে
এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি


ফ্লোরিডা, ১৯ অক্টোবর (হি.স.): রবিবার এমএলএসের ম্যাচে ন্যাশভিলেকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট আছে মেসির। এটি ছিল এমএলএসের নিয়মিত মরসুমের শেষদিন। এখন প্লে-অফ রাউন্ডের মাধ্যমে নিশ্চিত হবে শিরোপা।

চলতি মরসুমে এমএলএসে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ফলে এই আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠছে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট।

গোল্ডেন বুট জেতার পথে মেসি পেছনে ফেলেছেন এলেএফসি'র ডেনিস বৌয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সুরিজকে। তারা দুজনই ২৪টি করে গোল করেছেন।

এমএলএসের এক নিয়মিত মরসুমে মেসির চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে শুধু তিনজন খেলোয়াড়ের। তারা হলেন–কার্লোস ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) এবং জলাতান ইব্রাহিমোভিচ (৩০)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande