নয়াদিল্লি, ১৯ অক্টোবর(হি.স.):বারবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লোকেশ রাহুলের ৩৮, অক্ষর প্যাটেলের ৩১ ও নিতিশ রেড্ডির ১৯ রানে ভর করে ২৬ ওভারে ১৩৬ রান করে ভারত। প্রথমে ম্যাচের দৈর্ঘ্য ৩৬ ওভারে নামিয়ে আনলেও সেখান থেকে আরও ১০ ওভার কমানো হয়। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড, মিচেল ওয়েন ও ম্যাথিউ কুনেম্যান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান স্টার্ক ও নাথান এলিস।
২৬ ওভারে অস্ট্রেলিয়া পায় ১৩১ রানের লক্ষ্য। ম্যাচসেরা মিচেল মার্শের ৪৬, জশ ফিলিপের ৩৭ রানের সুবাদে স্বাগতিক দল এই লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় তিন উইকেট হারিয়ে। ভারতের হয়ে আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর উইকেট তিনটি নেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি