জয়পুর, ২০ অক্টোবর (হি. স.): রাজস্থানের জয়সলমেরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৫। রবিবার রাতে এক মহিলা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫। দুর্ঘটনায় আহত দুইজন রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক।
মৃত মহিলার নাম ইমামত (৩০)। যিনি ১৪ অক্টোবরের এই মর্মান্তিক ঘটনার সময় ৮০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিলেন। তার দুই সন্তান ও স্বামীও আহত হয়েছেন।
প্রসঙ্গত, রাজস্থানের জয়সলমেরে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল দিনকয়েক আগে। বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা চিৎকার শুরু করেন। জানা গেছে এই দুর্ঘটনায় তিন শিশু সহ ১৬ জন যাত্রী গুরুতর আহত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য